দেওয়ান রানা, মদন (নেত্রকোনার) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন পৌরসভায় “জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মদন পৌরসভা এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনার সভার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র তাহমিনা আরা বেগম শিরিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থনাদ বৈশ্য সজল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ঈশা খান, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস, মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুদর্শন আচার্য ও মিডিয়ার ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আমরা মদন পৌরসভার ১১৬ টি অতি গুরুত্বপূর্ণ স্থানে সৌর সড়ক বাতি স্থাপন করছি। ভবিষ্যতে সকল প্রকার উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।