মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)
রাতভর মেসি হিরো, মেসি বস, তুমি বিশ্বপ্রতি ভালোবাসা অকৃত্রিম-এভাবে স্লোগানে মুখরিত হয়ে আনন্দ করতে দেখা গেছে, কোথাও কোথাও মিষ্টি বিতরণ আবর কোথাও গরু ও খাসি জবাই করে খাবারের আয়োজন করতে দেখা গেছে। এ যেন বাঁধভাঙা উচ্ছ্বাস।
প্রথম প্রহরে আতশবাজির আলোয় উদ্ভাসিত কাতার বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থক ও শিক্ষার্থীরা। আর্জেন্টিনার বিজয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জুড়ে সমর্থক গোষ্ঠীর আনন্দ শোভাযাত্রা কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে।
উপজেলা ঘুরে দেখা যায়,গতকাল রাতে বিশ্বকাপে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হওয়ায় রবিবার খেলা শেষে রাতেই উপজেলায় ৯টি ইউনিয়নে ও ১টি পৌর সভার বিভিন্ন গ্রাম ,মহল্লায় ও আনাচে কানাচে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকেরা অংশগ্রহণ করেন। এ সময় সতীর্থ সমর্থকরা রং মেখে উল্লাস করে। বড় পর্দায় আয়োজিত আর্জেন্টিনার সমর্থকরা খেলা দেখতে আসা দর্শকদের ভুনা খিচুড়ি বিতরণ করে।
আর্জেন্টিনা সমর্থক আরমান মিয়া বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই আমরা সবাই উজ্জীবিত হই। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাই জিতবে বলে আমরা প্রত্যাশা করছি।
আর্জেন্টিনা সমর্থক শাহনেওয়াজ,মাসুম,আমান বলেন,আমরা বাংলাদেশের নাগরিক, তাই এ দেশকে ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করি।