আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়ন পত্র দাখিলের ছিল শেষ দিন। সকাল থেকেই আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের কর্মি সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হচ্ছেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান,স্বতন্ত্র প্রার্থী মোনালিসা ইয়াসমিন,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিলো আজ। ১৯ ডিসেম্বর বাছাই,২৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন।
উল্লেখ্য,চলতি বছরের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা যান। এরপর আগামী ১২ জানুয়ারি ২০২৩ শূন্য পদে উপনির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।