মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রনীত ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৯.২ কিলোমিটার সংশোধিত কাবিটা নীতিমালা -২০১৭ অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের আওতাধীন বড় হাওরের ডুবন্ত বাঁধের নির্মাণ কাজ উদ্ধোধন হয়েছে।
আজ সকালে করগাঁও হাওরে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন,আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামন অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার,করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো.নাদিম মোল্লা,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন মো. সারোয়ার হোসেন,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন প্রমুখ।