মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর ওয়ার্ডের জমশেরপুর গ্রামের পার্শে হিজলগাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
উদ্ধারকৃত লাশ জমশেরপুর গ্রামের স্কুল বাড়ীর মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে দুই সন্তানের জনক বিকাশ সরকার(৩৯)।
মধ্যনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য সনেট তালুকদারের সাথে কথা বলে জানা যায় ১৬ডিসেম্বর ভোরে গ্রামবাসী মুঠোফোনে জানালে প্রশাসনকে অবগত করেন এবং থানাপুলিশ লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান কোন অভিযোগ নেই বাড়ীর পাশে হিজলগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।এবং জানতেপারি এর আগেও ২বার ফাঁসের চেষ্টা করেছে,মৃত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।