স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর শুক্রবার সরকারীজুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ এর ১৯৭৩ ব্যাচেরপ্রবীন সহপাঠীরা প্রিয় বাংলাদেশের কষ্টার্জিত বিজয়অর্জনে প্রয়াত শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্থানীয়শহীদ মিনারে সম্মিলিত ভাবে
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ১৯৭৩ ব্যাচ সহপাঠী সমাবেশদিবসের সূচনা করা হয়।
পরে ১৯৭৩ ব্যাচের উপস্থিত সকল শিক্ষার্থীগন একযোগে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়পরিদর্শন করে প্রাতঃরাশ বৈঠকে সমেবত হন।মহান বিজয় দিবসে ১৯৭৩ ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থীর সমাবেশ কে স্মরন করতে দরিদ্র ও নিম্ন আয়ের প্রায় ৩০০ পৌরবাসীর মধ্যে আসন্ন শীত নিবারনে সহায়ক উন্নত মানের কম্বল বিতরন করা হয়। ১৯৭৩ ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় সংগ্রহীত কম্বল বিতরনের মাধ্যমে ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে মানবিক উদ্যোগটির সফল সমাপ্তি হয় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।বিতরন শুরুর পূর্বে প্রবাসী শিক্ষার্থী ইশতিয়াক রুপুর পরিচালনায় দোয়া পর্বে প্রয়াতসকল সহপাঠিদের আত্মার শান্তি কামনা করা হয় এবং সবার বেহেস্ত কামনা করে দোয়া পাঠকরা হয়।উল্লেখ্যযে ১৬ ডিসেম্বর আমাদের একজন গুনী সহপাঠী মরহুম গোলাম রাব্বানীর মৃত্যদিবস ছিলো।মানবিক এই মহান কর্মে অংশ নিয়ে উপস্থিত ১৯৭৩ ব্যাচের সকল
সহপাঠিরা সন্তোষ প্রকাশ করে আগামিতে এই ধরনের মানবিক কাজ চালিয়ে নিতে
অঙ্গীকার করেন।