ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ২০২২ খ্রি. হতে এসএসসি পরিক্ষায় শতভাগ পাস করায় লন্ডনের প্যারিস ইউনাইটেড একাডেমির পক্ষে উর্ত্তীণ সকল শিক্ষার্থীদের মাঝে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রেস্ট বিতরণ ও মিষ্টিমুখ করালেন লন্ডন প্রবাসী কাউসার খান।
শুক্রবার বিকালে বিদ্যালয় সভা কক্ষে প্রধান শিক্ষক মো শরিফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ শাহ আলম মিয়া।
ভিডিও কনফারেন্সে লন্ডনে অবস্থানরত মো.কাউছার খান জানান-অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে লাল সবুজের স্বাধীন পতাকার দেশের একজন নাগরিক হয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি উপস্থিতি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদের এই দেশের দায়িত্ব নিতে হবে এবং দেশ উন্নয়নে সাক্ষর রাখতে হবে তবেই তোমরা সত্যিকার দেশপ্রেমিক হতে পারবে।তোমাদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া আর মিষ্টিমুখ করাতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। তিনি আরও বলেন তোমাদের পাশে লন্ডন প্যারিস ইউনাইটেড একাডেমি আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্হিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু,সিটি ব্যাংকের অফিসার ও মিডিয়া কর্মী মো.সোহেল রানাসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।