এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠীত মধ্যনগর উপজেলায় প্রথমবারের মত উপজেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মধ্যনগর বাজার সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ ও মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন,ক্রিড়া সংগঠন ও মুক্তিযুদ্ধা সংগঠনের পক্ষ থেকে মধ্যনগর বাজার সংলগ্ন শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৭ঃ৩০ মিনিটে মধ্যনগর বুপি স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম বারের মত কুচকাওয়াজ এর মাধ্যমে প্যারেড কমান্ডার এস আই মশিউর রহমান রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। পরবর্তীতে সকাল ১০ ঘটিকায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এম পি , উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক ।
উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা -কর্মচারী বৃন্দ, শিক্ষক মানবঅধিকার কর্মী ও সাংবাদিক বৃন্দ।শিক্ষার্থী ও জনসাধারণ।এছাড়াও নবগঠিত মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়নের সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।