পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে সাব্বির হোসেন নয়ন(২২) ও মোঃ দিপুু(২২) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে দুইজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার কেশেরা গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন নয়ন ও কুমিল্লা থানা সদর দক্ষীন সুয়াগাজী এলাকার ওয়াদুদ এর ছেলে মোঃ দিপুু।
ডিবি পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিতিত্তে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মোঃ কুতুব উদ্দিন এর নেতৃত্বে এএসআই সামসুদ্দোহা রাসেল, এএসআই এবিএম আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সোমবার রাতে ফেনীর চট্টগ্রাম মুখি সড়কে বিকন কলেজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মোঃ কুতুব উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।