তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দস্যুতা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে দস্যুতা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়, এসআই নিয়াজ মাহমুদ, এএসআই পরিমল চন্দ্র শীল, এএসআই শিথিল ঘোষসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ১৯৭/১৬( বিয়ানীবাজার) দস্যুতা মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন, মোঃ আজাদ মিয়া, মোঃ জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সকালে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।