তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত বৃদ্ধা আব্দুল হাসিম উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বুধবার সাড়ে ৫টায় সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের আব্দুল হাসিমের (ছেলে মাসুকের ছেলে) নাতি সাকিব (১২) সাথে একেই গ্রামের জমির আলীর ছেলে নজির হোসেনের (২৩) সাথে গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ঝগড়া হয়। এনিয়ে দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বসে বিচার-শালিসের মাধ্যমে সমাধান করার কথা বলেন। কিন্তু ঝগড়ার জের ধরে আজ বুধবার বিকেলে বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে আব্দুল হাসিমের সাথে কথা-কাটাকাটি হয় খুরশিদ, রাশিদ, জমিরসহ কয়েকজনের সাথে। এক প্রর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আব্দুল হাসিমের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন হাসিম। স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়াসহ ইউপি সদস্যরা ঘটনাস্থলে যান।ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখ জনক। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।’
আপনি যা যা মিস করেছেন
Add A Comment