আবদুল হান্নান,ভোলা। ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ল্যান্স নায়েক মো. ইসমাইল(২৭)নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫জন গুরুতর আহত হয়েছেন। ভোলা – লক্ষ্মীপুর সড়কের ইলিশা তুলাতুলি নামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইসমাইল (২৫) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। নিহত ইসমাইল বাপ্তা মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে।তিনি খাগড়াছড়িতে বিজিবিতে কর্মরত ছিলেন। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত ৮ টার সময় ভোলা সদর উপজেলার ইলিশা তুলাতুলী নামক জায়গা যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ইসমাইল এবং ড্রাইভারসহ আরো পাঁচজন আহত হয়েছে। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভোলা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান,এ ঘটনায় ঘাতক ট্রাকসহ একজন হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment