পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে মো: নূরুল হুদা (৩২), মো: দুলাল (২৭) ও চালক মো: ফারুক হোসেন রিপন মিয়া (২৩) নামের তিন জনকে ৩ বস্তা গাঁজাসহ আটক করেছে র্যাব।
এ সময় ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক বহনকারী ১টি মিনি ট্রাক জব্দ করে হয়।
আটককৃতরা ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের পতেঙ্গা মাইজপাড়া’র মৃত হোসেন আহাম্মদের ছেলে মো: নূরুল হুদা, চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পশ্চিম সোনাই’র মো: সিরাজ মিয়ার (সিরাজ কাজী) ছেলে মোঃ দুলাল ও একেই এলকার মো: ইব্রাহিমের ছেলে মোঃ ফারুক হোসেন (রিপন মিয়া)
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী একটি মিনি ট্রাকযোগে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মিনি ট্রাকসহ তিনজনকে আটক করে।
আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান।