স্টাফ রিপোর্টার : হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প। তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার এবং নগদ এক হাজার ছয়শো ১০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব।
শনিবার (২০) আগস্ট বিকেল ৪টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়া হতে তাদেরকে আটক করা হয়। তাদের একজন একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে তহুরুল মিয়া (৫৪)। আরেকজন জেলা সদরে কাচারীপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মো. নাঈম (৩০)।
র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসাসিরা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।