মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর ( বাঙ্গালপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার আয়মারসুলপুর ডিলারপাড়া গ্রামের মুৃত নুরুল ইসলামের পুত্র কামাল হোসেন (৪৫) ও উত্তর কৃষ্ণপুর (বাঙ্গালপাড়া) গ্রামের আছির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম(৪৪)। ডিবি সুত্র জানায়, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর(বাঙ্গাল পাড়া) মিন্টু আকন্দের বাড়ীর সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, আটক কামাল হোসেনের বিরুদ্ধে ১টি চোরাচালানসহ মাদকের ০৪টি মামলা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে ৫ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন আছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment