মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে গলা কেটে জবাই করে, হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে শাহীন শেখ (২৫) এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
সে একই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় শনিবার রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়ে শাহীন শেখ। পরে রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার কারণে কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে শনিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় শাহীনকে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার জানান, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। আমরা এর কঠিন বিচার চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, যুবকের লাশ উদ্ধারের খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা এ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।