পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে রেলের ১ হাজার ৫’শ লিটার (৯ ড্রাম) চোরাই ডিজেলসহ চোর চক্রের তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।শনিবার (৬ আগস্ট) শহরতলীর ফতেহপুর ওভারপাসের নিচ থেকে তাদের আটক করা হয়। এর পর সংবাদ সম্মেলন করে তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা প্রমূখ। আটককৃতরা ব্যাক্তিরা হলেন, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণখানের বাড়ি (আব্দুর রহমানের বাড়ি), মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, উত্তর শর্শদী গ্রামের (ইউনুস মিয়ার বাড়ি) মৃত ফরিদ উদ্দিনের ছেলে আবু তাহের (৩৪) এবং সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের দুলালের ছেলে আব্দুর রহিম। তারা প্রত্যেকে ফেনী জেলার বাসিন্দা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নস্থ ফতেহপুর রেললাইন ওভারব্রিজের নিচে পাকা রাস্তার ওপর, দক্ষিণখানের বাড়ি নামক এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপসহ ৯টি ড্রামভর্তি ১ হাজার ৫’ শ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত আসামিদের যোগসাজশে বাংলাদেশ রেলওয়ের মালবাহী রেলের ড্রাইভারের সঙ্গে আঁতাত করে বিভিন্ন সময়ে ওই ডিজেল তেল সংগ্রহ পূর্বক বিভিন্ন জায়গায় অধিক মুনাফায় বিক্রি করে আসছে। পলাতক আসামি, মালবাহী রেলের সংশ্লিষ্ট ড্রাইভারকে শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত আছে। এই বিষয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment