লোকমান হাফিজঃ ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের আয়োজনে সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকদের নিয়ে শিক্ষক প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ আগস্ট) উপশহরে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে অবস্থিত বিভিন্ন ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষকগন এতে অংশগ্রহণ করেন। ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে প্রায় চল্লিশ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। এসময় উপস্থিত ছিলেন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আসাদুজ্জামান সায়েম, ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবুল মহসিন চৌধুরী মাসুদ, কো-অর্ডিনেটর ইসলাম উদ্দিন, ফারহানা নাজ তিন্নি। শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করার পাশাপাশি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান। শিক্ষরা জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিল তিল করে গড়ে তুলছেন। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের হাতে সার্টিফিকেট তোলে দেন অতিথিবৃন্দ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment