তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর এলাকার জেসমিন আক্তার নামের এক প্রসূতি মা একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। শুক্রবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে গাইবান্ধা ক্লিনিকে স্বাভাবিকভাবে তিন সন্তান ভূমিষ্ট হয়। প্রসূতি জেসমিন বেগম পদুম শহরের প্রধানপাড়া গ্রামের আহসান কবির লুইচ মিয়ার স্ত্রী। স্বজনরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেসমিনের প্রসব বেদনা উঠে। এরপর গাইবান্ধা ক্লিনিকে নেওয়া হলে শুক্রবার ভোরে স্বাভাবিকভাবেই তিন সন্তান ভূমিষ্ট হয়। এর মধ্যে ২ জন মেয়ে ও একজন ছেলে সন্তান রয়েছে । এ তথ্য নিশ্চিত করে প্রসূতি জেসমিনের স্বামী আহসান কবির লুইচ মিয়া জানান, তার আগের কোন সন্তান নেই। এই প্রথম একই সাথে তিন সন্তান হয়েছে। বর্তমানে নবজাতকসহ মা সুস্থ রয়েছেন। তবে এ নিয়ে একটু চিন্তিত তিনি। গাইবান্ধা ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক একরামুল হক দেশবাংলাকে বলেন, আপাতত প্রসূতি ও নবজাতকরা সুস্থ রযেছে। তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে
আপনি যা যা মিস করেছেন
Add A Comment