মাওলানা রেজাউল করিম জালালী স্টাফ রিপোর্টার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন হাজি রওনকুল ইসলাম ও মাওলানা সৈয়দ মুন্সিফ আলী রহ.যেমন পেশাগত কাজে যেমন কর্মদক্ষ ছিলেন তেমনি ব্যাক্তি জীবনেও ছিলেন সহজ সরল প্রকৃতির ভালো মানুষ, উনার সবার সাথে বন্দু সুলভ অমায়িক ব্যবহার করতেন।উনারা উনাদের জীবনের সিংহ ভাগ সময় খেলাফতের কাজে ব্যায় করেছেন,এবং শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত খেলাফতের খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তাই তাদের চেতনা কে সামনে রেখে খেলাফত প্রতিষ্ঠার কাজ কে তরান্বিত করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার শাখার উপদেষ্টা আলহাজ্ব রওনকুল ইসলাম ও মাওলানা সৈয়দ মুন্সিফ আলী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। জেলা সভাপতি মাওলানা মুফতি আজিজুল হকের সভাপতিত্বে জেলা সেক্রেটারি হা.সৈয়দ জয়নুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বিশিষ্ট মুফাচ্ছিরে ক্বোরআন মাওলানা তাহাজ্জুল হক্ক আজিজ বলেছেন শায়খুল হাদীসের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে যে কোন ত্যাগ ও কুরবানীর বিনিময়ে ঐক্য বদ্ধ হতে হবে, তিনি বলেন সকল উলামায়ে কেরামগনের মুক্তির ব্যাপার বাংলাদেশ খেলাফত মজলিস ই পারে সকল দল মত পথের মানুষ কে নিয়ে দূর্বার গন আন্দোলন গড়ে তুলতে। সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দীন আহমদ, মাওলানা শায়খ মুসা মোল্লা, জেলা উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা লুৎফুর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা শায়খ ওয়ারিস উদ্দীন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা সুলেমান হেকিম,সহ সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান, মাওলানা এমদাদুল হক্ব, সহ সাংগঠনিক মাওলানা এমদাদুল হক্ব, সহ বায়তুলমাল সম্পাদক সৈয়দ মাওলানা হা.ফেদাউল হক্ব,সহ প্রচার সম্পাদক মাওলানা কবির আহমদ,অফিস সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান,সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাবিবী, সেক্রেটারী মাওলানা আব্দুশ শহিদ,জামাল গন্জ উপজেলা সভাপতি মাওলানা আজিজুল হক,নির্বাহী সভাপতি মাওলানা আজহারুল আমীন,সেক্রেটারি মাওলানা আলী ওয়াক্কাস, বিশ্বম্ভর পুর উপজেলা সভাপতি মাওলানা হা.তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুর উদ্দীন দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা শফিকুর রহমান , তাহির পুর উপজেলা সেক্রেটারি মাওলানা এরশাদুল হক্ব,দিরাই উপজেলা সহ সভাপতি মাওলানা এবি এম নোমান, মাওলানা আবুল হাসান, মাওলানা আতাউর রহমান প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment