নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা যুবলীগের সদস্য মোঃ দেলোয়ার হোসেন দিলু সহ পৌরসভার জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক নেতা মোঃ হযরত আলীর বাড়িতে হামলা ও রাস্তায় এটাক করে পরিকল্পিত ভাবে হামলা চালায় এতে ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন যুবলীগ নেতা দিলু মিয়া।বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় এজাহার দায়ের করা হয়।পুলিশ প্রাথমিক তদন্ত শেষে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে।মামলার বিবরণে জানা যায়,মঙ্গলবার সকালে সাড়ে ৮ টার দুটি বাড়িতে ভাঙচুর করা সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, উপজেলা পৌর এলাকার ৩নং ওয়ার্ড গয়ালপাড়া মহলায় অবস্থিত দুই নেতার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষরা।তবে যুবলীগের নেতা দিলু বলেন আমি এবং শ্রমিক লীগের নেতা হযরত আলী কে সাথে নিয়ে দীর্ঘ দিন ধরে মাদক জুয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে আসায় নিজামুল ইসলাম ভূঁইয়া নেতৃত্বে আমার চাচাতো ভাই নূরুল ইসলাম ও হযরত আলীর বাড়ি ঘরে হামলা চালায় এক পর্যায়ে পুলিশ এসে উভয় পক্ষের সংঘর্ষে নিয়ন্ত্রণে নেয়,এমন কি আহত লোকদের কে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয় আহত লোকজন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গিয়ে সোহাগ মিয়া সহ ১৫/১৬জন অতর্কিত হামলা চালায়।এতে শ্রমিক নেতার ভাই মোঃ রফিকুল ইসলাম গুরুতর আহত। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment