মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি:
নাটোর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নূর আলম ও সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী তামান্না ইয়াসমিন বৃষ্টি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক রুহুল কে এম সালেহ বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা এখানে তোমার জন্য অনেক পথ খোলা রয়েছে। এখন তোমাকেই ঠিক করতে হবে কোন পথ তুমি বেছে নিবে। সবার আগে নিজের কল্যাণের চেষ্টা করতে হবে।
বিদায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, যারা বিদায় নিচ্ছে তারা এক যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়ে এখানে এসেছিলো।এখন তারা আরো এক বড় যুদ্ধক্ষেত্রের দিকে ধাবিত হচ্ছে। সেই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে হলে নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।