বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের টিন, আসবাবপত্রসহ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বীরনগর পুটারবিল গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার বীরনগন পুটারবিল গ্রামের মৃত সেকেন্দার আলীর বিধবা স্ত্রী আফরোজা বেগমের বাড়ীতে তার সতীনের মেয়ে আয়েশা ছিদ্দিকা গত ২৯ জুলাই বিকেলে জোড়পূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের ছাউনির টিন, আসবাবপত্র ও বাক্সে রাখা নগদ ১লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দিলে আয়েশা ছিদ্দিকা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভুক্তভোগিকে মারপিট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ওইদিন রাতেই আইনী সহযোগীতা পেতে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্কভোগী। এ ব্যাপারে আয়েশা ছিদ্দিকার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি কোন জিনিস জোর করে নিয়ে আসিনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment