বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ওহম রিসার্চ ক্লাবের ২০২২সালের জন্য কমিটি গঠন করা হয়েছে গত সোমবার (২৫ই জুলাই) উপদেষ্টা ও পরিচালকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে মিশন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে অমিত হালদার এর নাম ঘোষণা করা হয়েছে কমিটিতে অন্যান্যরা হলেন, সহসভাপতি হাসিবা হাসবী শৈলী,সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত ই সনেট,দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান সজল,অর্থ সম্পাদক মোঃ জাকারিয়া ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান কবির এই বিষয়ে প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নাজমুল ইসলাম বলেন,বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষায় এক ধাপ এগিয়ে নেওয়া উদ্দেশ্যে মুলত ওহম রিচার্স ক্লাব (ওহম আর সি ) গঠন করা হয়েছে।২০১৯ সালে যখন আমার রিচার্সের হাতেখড়ি হয়, তখন থেকে আমি আমার রিচার্সের কাজে অনেক সমস্যার সম্মুখীন হই ।আমি গবেষণা করতে যেয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি আমার সহপাঠী বা জুনিয়ররা যাতে একই ধরনের সমস্যার সম্মুখীত না হয়। অনেকে বলেছে রিচার্স ক্লাব করে কোন লাভ নাই, আরও অনেক ক্লাব আছে যার কার্যক্রম বেশি দিন টিকে থাকেনি । তবে অনেকের ভীরে ৯ জন সহপাঠী ক্লাব খোলার পক্ষে থাকায় আমরা ক্লাব খুলে ফেলি । ২০২০ সালের ফেব্রুয়ারিতে আমাদের বিশ্ববিদ্যালয় তখন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক মেইল না দেওয়ায় রিচার্সগেট, গুগল স্কলার, স্কোপাস এ অ্যাকাউন্ট খোলা যেত না, আমরা নতুন ক্লাব হিসেবে তখন আমাদের ক্লাবের মেম্বারদের প্রতিষ্ঠানিক মেইল প্রদান করা হয় । ২০২০ সালেই আমরা কমসল এবং ম্যাথল্যাব এর ক্লাব লাইসেন্স ম্যানেজ করা হয় । তিনি ক্লাব সম্পর্কে আরো বলেন এ ক্লাব থেকে পি এল সি , কিভাবে রিচার্স পেপার লেখা হয়, কেমন করে ফান্ডিং ম্যানেজ করা যায় সহ নানা ধরনে বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। ২০২১ সালে আমরা আই ইইই বশেমুরবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ এর সাথে ২০০০০ শিক্ষার্থীকে কোর্সেরা প্লাটফর্ম এ ফ্রি কোর্স করার সুযোগ করা হয় । ২০২১ সাল পর্যন্ত এই ক্লাব ২টা আই ইইই কনফারেন্স পেপার, ১টা জার্নাল , ২ টা বুক চেপ্টারর , ম্যাথওয়ার্ক এ আয়োজিত ম্যাথল্যাব কম্পিটিশন, আই ইইই এর বিভিন্ন কম্পিটিশন সাফল্য পেয়েছে ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment