মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করছেন বড় অংকুজানপাড়া গ্রামের ভাঙারী ব্যবসায়ী মো.ইমরান হোসেন। মামলাটি তালতলী থানার এস’আই রফিকুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলার আসামী দুই সাংবাদিক হলেন,প্রতিদিনের সংবাদ পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি মো. জামাল মল্লিক। এশিয়ান টিভি ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি মো.জলিল আহম্মেদ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জয়ালভাঙা গ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্রের উত্তর পাশে ভাঙারী মো. ইমরানের দোকান অবস্থিত। ইমরানের দোকানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল বিক্রি করতেছে। এ দুই সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই মালামালের মোবাইলে ভিডিও ধারন করায় ভাঙারী ব্যবসায়ী ইমরান ক্ষীপ্ত হয়ে দুই সাংবাদিকের উপর চড়াও হয়ে আর্তকিত হামলা চালায়। ইমরানের বিরুদ্ধে চোরাই মালামাল বিক্রি করে আসছে। ভাঙারী ব্যবসায়ী ইমরান মারধর করে উল্টো দুই সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। ইমরানের তাপ কেন্দের চোরাই মালামালের নিউজ করলে বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। ভুক্তভোগী দুই সাংবাদিক চাঁদাবাজি মামলাটা ভিত্তিহীন বলে দাবি করছেন। এর আগে ভুক্তভোগী জামাল মল্লিক ভাঙারী ব্যবসায়ী মো.ইমরান বিরুদ্ধে হুমকি ও প্রানে মেরে ফেলার অভিযোগ এনে তালতলী থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহারের আবেদন করে।যার মামলা নং-১০। বিজ্ঞ আদালত মামলার তদন্ত ভার দিয়েছেন এস.আই দেলোয়ার হোসন। বাদী ভাঙারী ব্যবসায়ী মো.ইমরান হোসেনকে মামলা সম্পর্কে সাক্ষাৎকারের জন্য মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করে নি। ভুক্তভোগী সাংবাদিক মো.জলিল আহম্মেদ বলেন,চাঁদাবাজির মামলাটি উদ্দেশ্যপূর্ণ ভাবে করা হয়েছে। ভাঙারী ব্যবসায়ী ইমরানের কাছ থেকে অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান অর্থনৌতিক লেনদেন করে আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেয়।আমি সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইলে তথ্য নিয়ে চলে আসি কোনো প্রকার চাঁদাবাজির ঘটনা ঘটে নি। ভুক্তভোগী সাংবাদিক মল্লিক মো.জামাল হোসেন মুঠোফোনে বলেন, ভাঙারী ব্যবসায়ী ইমরান আমাকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দিয়ে থাকে। সংবাদ সংগ্রহ করে পথিমধ্যে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ইমরানের গুন্ডা বাহিনী দ্বারা আর্তকিত হামলা চালায় উল্টো চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করছে চাঁদাবাজির মামলাটি ভিত্তিহীন বলে দাবি করছি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment