শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমিসহ আশ্রয়ণ প্রকল্পে নির্মিত সরকারি বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে। সারাদেশের ন্যায় মুজিব শতবর্ষে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নান্দাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ ও ভূমি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন আজ (২১শে জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী গ্ৰামে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সরাসরি যুক্ত থেকে নান্দাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নান্দাইল থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অনুভূতি প্রকাশ করেন উপকারভোগীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ পুলিশ সুপার (পিপিএম,সেবা) মোহাম্মদ আহমার উজ্জামান, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি আশ্রয়ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে বন্দোবস্তকৃত খাস জমির কবুলিয়ত সহ সরকারি খরচে নির্মিত সেমিপাকা বাসগৃহ পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দ আত্তহারা হয়ে পড়েছে সুবিধা ভোগী পরিবারগুলো। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা চর বেতাগৈর ইউনিয়ন চর ভেলামারী গ্ৰামে আশ্রয়ণ প্রকল্পের ১.৪৬ একর অবৈধ দখল উদ্ধারকৃত খাস জমিতে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী সহ অসহায় ৭৩টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পটি পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ -নান্দাইল সড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে, পরিদর্শন করে জায়গা বরাদ্দ থেকে শুরু করে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করেছি। এখানে রয়েছে খেলার মাঠ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা। সুপিয়-পানি সরবরাহ ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুরোপুরি ভাবে চালু হয়েছে। ইতিমধ্যে ভূমিহীন পরিবার ঘরে উঠে বসবাস করছে। দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্পের আওতায় নকশা অনুযায়ী দৈর্ঘ্য সাড়ে ১৯ ফুট, প্রস্থ ২২ ফুট সহ সাড়ে ৮ ফুট উচ্চতা সম্বলিত একটি ঘরে বারান্দা, ৮ ফুট করে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, একটি গোসল খানা, একটি লেট্রিনের ব্যবস্থা আছে। ঘরগুলো নির্মিত হচ্ছে দেড় ফুট মাটির নিচে ১০ ইঞ্চি ইটের ওপর ৫ইঞ্চি দেয়ালের গাঁথুনি দিয়ে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এই পর্যন্ত মোট ১৩৭টি পরিবারকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে ১ম পর্যায়ে ৬২টি, ২য় পর্যায়ে ১০টি এবং ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৪৪টি গৃহ নির্মানের মাধ্যমে এই পর্যন্ত ১১৬টি “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৩য় পর্যায়ে (২য় যাপ) আরও ২১টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ ২১/০৭/২০২২ইং তারিখ সারাদেশের ন্যায় নান্দাইল উপজেলায় ২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হয়েছে। আজ (২১ জুলাই) সকালে সরেজমিনে চর ভেলামারী গিয়ে অসহায় ভূমিহীন ও গৃহহীন বসবাসকারীদের সাথে কথা বললে তারা জানান, ঘরের সাথে জমির কাগজপত্রের মালিকানা পেয়ে তারা এখন ভীষণ খুশি। বিনামূল্যে এসব ঘর পেয়ে আনন্দে আপ্লুত সুবিধাভোগীরা। তাদের অনেকেরই কাছে এরকম একটি ঘরের মালিক হওয়া ছিল স্বপ্নের মতো। অবশেষে তাদের এ স্বপ্ন পুরণ করেছেন দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নিজেদের স্থায়ী ঠিকানা হওয়ায় খুশি দারিদ্র জনপদের ভূমিহীন ও গৃহহীনরা। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের জন্য প্রাণ খুলে দোয়াও করছেন অনেকে। আবার অনেকেই প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে নিজ ঘরে ডাল ভাত খাওয়ার দাওয়াতও দিয়েছেন। ঘর পেয়ে এসব পরিবার অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সুবিধাভোগীরা। নতুন ঘর পাওয়া এসব ভূমিহীন ও গৃহহীন মানুষগুলোর চোখে মুখে এখন অনাবিল স্বপ্ন। তাদের চোখে মুখে এখন খুশির ঝিলিক। এ বিষয়ে চর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন জানান, ঠিকানা বিহীন মানুষ নিজের আপন ঠিকানা খুঁজে পেয়েছে। এতে তারা অনেক আনন্দিত। আর আমরা চর বেতাগৈর ইউনিয়ন বাসী খুবই খুশি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment