স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নে জিতন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
শুক্রবার (৮ জুলাই) দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ও গ্রামীণফোনের সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, তেল, ডাল, লবন, চিনি, সুজির প্যাকেট।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।