স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২৫০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে জনপ্রতি দশ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
সমাজ সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরন করেন। এ সময় ইউপি সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিয়মিত দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পানি কমতে শুরু করায় মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা দেওয়া হবে।