আজ থেকে শুরু হয়েছে সাধারণ যানবাহন চলাচল। প্রথমদিনের শুরু থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পারাপারে, দুই প্রান্তের টোল প্লাজায় ছিলো, অসংখ্য গাড়ির চাপ। ব্যক্তিগত গাড়ি, ছোটবড় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের সারি দীর্ঘ হয় কয়েক কিলোমিটার পর্যন্ত। সবচেয়ে বেশি ভীড় ছিলো হাজার হাজার মোটরসাইকেলের। অপেক্ষার পালা শেষে পদ্মা সেতুতে উঠার আনন্দই যেন ছাপিয়ে যায় সবকিছু।
পদ্মা পাড়ে যানবাহনের এ দীর্ঘ সারি এবার ফেরীতে ওঠার জন্য নয়, এই অপেক্ষা স্বপ্নের পদ্মা সেতুর পারাপারের। পদ্মা সেতুর টোল প্লাজায় প্রথম প্রহর থেকেই ছিলো যানবাহনের ব্যাপক চাপ।
ভোর ৬টা থেকে সাধারণ যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হলে, কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয় সেতুর দুই প্রান্তেই। তবে অপেক্ষার চেয়ে সেতুর উঠতে পারার আনন্দই ছাপিয়ে যায় সবকিছু।
সেতু কর্তৃপক্ষ বলছে, কোন বিঘ্ন ছাড়াই প্রথম দিনে টোল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সেতুর খুলে দেয়া প্রথম দিনই অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতেও চলে এসেছেন পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।
পরে বেলা যত গড়ায়, ধীরে ধীরে গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসে। স্বপজয়ের এই পদ্মাসেতু আগামীর সমৃদ্ধি বয়ে আনবে এটিই প্রত্যাশা সবার।
দ্যা মেইল বিডি/খবর সবসময়