শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুইবারের সংসদ সদস্য (অবঃ) মেজর জেনারেল আব্দুস সালামের নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন)পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১২ঃ৩০ মিনিটে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে নান্দাইল উপজেলার বিভিন্ন মহাসড়কে স্লোগানে স্লোগানে মুখরিত করে।এরপর নান্দাইল পুরাতন বাজার দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দলীয় নেতা-কর্মিদের উদ্দেশ্যে নান্দাইল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেত্রীবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন,জননেত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবলের উপর ভিত্তি করে স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে যা দেশের গৌরবও সক্ষমতার প্রতীক বলে বক্তব্যে উল্লেখ করেন।
উক্ত আলোচনা সভায়, সভাপতিত্ব করেন মোঃমুসলেমউদ্দীন ফকির,মোঃজামাল আকন্দের সঞ্চালনা,এ সময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া,নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিবুল্লাহ লিটন,উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, সাবেক ছাত্র লীগ নেতা আবু নাইম ভূইয়া ফারুক, আহসান কাদের মাহমুদ, সজিব ফকির সহ অসংখ্য নেতৃবৃন্দ।