টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। টাংগাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার ২৩ জুন সকালে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা তারেক সামস হিমু, সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, সহ সভাপতি মতিয়ার রহমান মতি, নাগরপুর সরকারী কলেজের সাবেক ভিপি আল-মামুন সহ আওয়ামী লীগের সকল সহ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভায়, র্যালী ও সন্ধ্যায় আতশবাজি ফোটানো মাধ্য দিয়ে আন্দোলন, আর্জনের গৌরবময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩মত প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। এ সময় বক্তৃতারা বাংলাদেশের জন্য আওয়ামী লীগের অর্জনের বিভিন্ন দিক গুলো তুলে ধরেন। আসছে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সকলকে সরাসরি প্রজেক্টের মাধ্যমে দেখার অনুরোধ করার মধ্য দিয়ে শেষ দিন ব্যাপী কর্মসূচী।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment