পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মুহুরী নদী তীরবর্তী এলাকার অসহায় পরিবারদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে মানবিক উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, আমরা এসেছি আপনাদের জন্য মানবিক উপহার নিয়ে। এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা কোন ত্রাণ বা সাহায্য নয়, আমাদের অফিসারদের পক্ষ থেকে অফিসারদের নিজস্ব উদ্যোগে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। উপহার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল থোয়াইং প্রু মারমা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন প্রমূখ। প্রায় দেড়’শ পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিলো: ২ কেজি চাল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ২ কেজি চিড়া ও মুড়ি, বিস্কুট ও ১ লিটার তেল। ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরণের কার্যক্রম অব্যহত থাকবে। জনস্বার্থে পুলিশ সর্বক্ষণ প্রস্তুত রয়েছে। যে কোন সহযোগীতা পেতে জেলা পুলিশের হটলাইন নাম্বারে ফোন দেয়ার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment