পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
টানা দু-দিনের ভারী বর্ষণ ও ভারতীয় উজানে আসা ঢলের পানিতে ফেনীর পরশুরাম উপজেলার তিনটি নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বেশীরভাগ পয়েন্টে বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার বিশাল এলাকা প্লাবিত হবার শংকা ক্রমশ প্রবল হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের নেপাল সাহা জানান সর্বশেষ হিসেবে মুহুরী নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম না করলেও তা ছুঁই ছুঁই করছে।
জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সম্পাদক এম. সফিকুল হোসেন মহিম জানান, প্রতি বছরের ন্যায় এবছরও একাধিক স্থানে ভাঙ্গনের সম্ভবনা দেখা দিয়েছে। যদি দুপুর পর্যন্ত এভাবে নদীর পানি বাড়তে থাকে তাহলে যে কোন সময় যে কোন দিকে বাঁধ ভেঙে পড়তে পারে। এ নিয়ে দুঃশ্চিন্তায় আছে মানুষ। বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হলে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, মাছের ঘের, পোল্ট্রি খামার, সবজি ক্ষেত ও বীজ তলার ব্যাপক ক্ষতি হবে।
পানি উন্নয়ন বোর্ডের মতে, মুহুরী নদীর পানি আগের দিনের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে, সোমবার সকাল আটটায় মুহুরী নদীর পানি ছিল ১২.৬৫ মিটার। সকাল ১০টায় ১২.৭৫ মিটার, পানি উন্নয়ন বোর্ড আরো জানান মুহুরী নদীর পানি বিপৎসীমার দশমিক ২০ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ক্রমেই মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর পানি হু হু করে বেড়ে যাচ্ছে একাধিক স্থানে বিপদ সীমা উপরে প্রবাহিত হচ্ছে।