কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর ‘জেনারেল মেম্বার রিসিপশন -২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ফাহাদ জিয়া।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন,
‘ নিজেকে চাকুরীর জন্য প্রস্তুত করতে পারলে চাকুরী দুষ্প্রাপ্যতা সৃষ্টি হবে না, চাকুরী উপযুক্ত ক্যান্ডিডেট এর জন্য আপনাকে খুজে নিবে। আর বিশ্ববিদ্যালয়ের এই ইএলডিসি ক্লাব আপনাদেরকে এই প্রস্তুতি নিতে সুযোগ করে দিচ্ছে। ক্লাব গুলো মেধা বিকাশে সহায়তা করে, যারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগঠন গুলোর মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে তারাই দেশকে, জাতি কে আগামীতে নেতৃত্ব দিতে পারবে।’
ক্লাবটির বর্তমান সভাপতি মোহাম্মদ জহির রায়হান বলেন, ‘ আত্ম উন্নয়ন জরুরী, আমরা এই ক্লাবের যাত্রা শুরু করেছিলাম উদ্যোক্তা, নেতৃত্ব তৈরী, ক্যারিয়ার গ্রুমিং এবং অপরচুনিটি প্লেসমেন্ট এর উদ্দেশ্য নিয়ে। আমরা এরই পরিপ্রেক্ষিতে কাজ করে যাচ্ছি। এই ক্লাবের কাজ চাকুরী দেওয়া নয়, তবে আপনাদেরকে চাকুরী বাজারে তুলে ধরার উপযুক্ত করে গড়ে তোলার জন্য যাবতীয় কাজ গুলো অবশ্যই করে যাবো।’
উল্লেখ্য, ইএলডিসি ২০২০ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং, কর্পোরেট গ্রুমিং, এন্ট্রপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার প্লেসমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের নিয়ে মেলা, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে ইভেন্টে অংশগ্রহণ, বহুজাতিক প্রতিষ্ঠানে কুবিয়ানদের চাকুরী নিশ্চিতকরন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে এই ক্লাবটি।