বহুল আলোচিত পিকে-শাকিরা জুটির বিচ্ছেদ নিয়ে এখনও বিতর্ক চলছে। এরইমধ্যে নতুন এক তথ্য উঠে এসেছে। বার্সেলোনার ডিফেন্ডারের প্রত্যারণা ধরতে শাকিরা নাকি গোয়েন্দা নিয়োগ দিয়েছিলেন।
টিভি শো এল গোরদো ওয়াই লা ফ্লাকার বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, পিকের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখতে কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা একটি এজেন্সি থেকে গোয়েন্দা ভাড়া করেছিলেন।
সংবাদে আরও জানা যায়, পিকে যে নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন, তাদের দুজনের একই সঙ্গে থাকার ছবি শাকিরার কাছে রয়েছে। তবে গোপনীয়তার জন্য তা প্রকাশ্যে আনেননি তিনি।
এর আগে ৪ জুন এক যুগের সম্পর্কের ইতি টানেন তারা। ২০১০ সালে সম্পর্কে জড়ান শাকিরা-পিকে। যদিও তারা বিয়ে করেননি। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। এক যৌথ বিবৃতিতে শাকিরা-পিকে জানিয়েছিলেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি।