শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশের কন্ঠ’ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
(১১ জুন)রোজ শনিবার সন্ধ্যায় ৭.৩০ মিনিটের সময় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মুরশেদুল কবির রিপনের আয়োজনে নান্দাইল মডেল প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু। এ সময় উপস্থিত ছিলেন- নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি আহসান মাহামুদ কাদের ভূঁইয়া,উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান কলামিস্ট, এ. হান্নান আল আজাদ উপদেষ্টা নান্দাইল মডেল প্রেসক্লাব, মোঃ রমিজ উদ্দিন শিক্ষক ও নান্দাইল মডেল প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক,মোঃ বিল্লাহ হোসেন তোতা যুগ্ন আহবায়ক শ্রমিক লীগ নান্দাইল উপজেলা, মোঃ রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক নান্দাইল মডেল প্রেসক্লাব, (দৈনিক বাংলাদেশ বুলেটিন) শেখ জহিরুল ইসলাম,(S.tv নান্দাইল উপজেলা প্রতিনিধি )মোঃ হৃদয় হাসান, সাংবাদিক মনজুরুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকা যেভাবে দেশের মানুষের সামনে সত্যকে তুলে ধরেছেন। বিভিন্ন অনিয়মের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, তা সত্যিই দেশ ও দেশের মানুষের কল্যাণে অনেক বড় অবদান রাখছে, দৈনিক দেশের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবে, পাঠক হিসেবে এমনটাই প্রত্যাশা করে, দৈনিক দেশের কন্ঠের উত্তরোত্তর মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।