স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় চার হাজার ৬৬০ পিস ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে তিনদিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করার কথা জানায় পুলিশ। এরআগে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আটপাড়ার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও এলাকায় গ্রামীন রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসিফ আলী জারদারী (২০) কক্সবাজারে টেকনাফ থানাধীন কাটাবুনিয়া গ্রামের মৃত আবু কালামের ছেলে। বর্তমানে আসিফ আটপাড়ার পালগাঁও গ্রামে নানা মৃত আবু শেখ ওরফে হাছেন আলীর বাড়িতে থাকেন। এছাড়া গ্রেফতারকৃত আরো দুজনের একজন হলেন আসিফের মামা মো. ফেরদৌস মিয়া (৪৩) এবং আরেকজন ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় লাউতৈর গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. আজিজুল হক (৩৭)।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসব মাদক কোথা থেকে কিভাবে আসল ও কাদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনদিনের রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।