বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ ‘নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদ’ এর প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতিয়াক বিন ইউছুফ (অন্তর) ও সদস্য সচিব গণিত বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান, আবদুস সামাদ অভি, অজয় দেবনাথ, মোঃ রিপন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইমাম হোসেন ইমন, রাজিব হোসেন রাজু, আবু ইবনে আনোয়ার (সুহার্ত), আবদুর রহিম, মোঃ তাওহীদ হাসান, মোঃ মনির হোসেন, মিশন দাস। নব মনোনীত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, প্রথমবারের মত নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের কমিটি দেওয়ায় আমরা সকলেই অনেক আনন্দিত। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই পরিষদ গঠন হয়েছে তাদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি এই সামাজিক সংগঠন নিয়ে আমরা সামনে অনেক দূর এগিয়ে যাবো। নোয়াখালী থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে যেন এই পরিষদের যে উদ্দেশ্য তা পালন করতে পারি সকলের কাছে সেই সাহায্য কামনা করছি। আহবায়ক ইফতিয়াক বিন ইউছুফ (অন্তর) বলেন , প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই স্বেচ্ছাসেবী মূলক বিভিন্ন জেলা সংগঠন ও বিভাগীয় সংগঠনগুলো প্রতিষ্ঠা করা হয়ে থাকে, নিজ জেলার শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নবীনদের সাহায্যমূলক কাজে এগিয়ে আসা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করা। বিগত ১২ বছরেও আমরা নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদ প্রতিষ্ঠা লাভ করেনি যার দরুন অনেক সময়ই আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করতে বেগ পেতে হয়েছে। বিশেষ করে ভর্তি পরীক্ষার সময়গুলোতে কেউ অসুস্থ হয়ে পড়লে, আবাসন সমস্যা কিংবা অন্য কোন প্রয়োজনে। যদিও পরিশেষে আমরা আল্লাহর অশেষ রহমতে সবার আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় নোয়াখালী জেলা ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে পেরেছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই সংগঠনের কাজ আগামীতে আরো বেগবান হবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment