বাবুল হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের উপর ছাত্রদলের বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মাথাচত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বিক্ষোভ সমাবেশ এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে পাঁচমাথায় এলাকায় এক প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ জিহাদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি গোলাম মোর্তুজার রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সাবেক সাংগাঠনিক সম্পাদক সুমন চৌধুরী, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে হক, সহ- সভাপতি আনিছুর রহমান বাচ্চু, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, আওলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তি, খালেকুল ইসলাম বকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামাত চক্ররা বিগত দিনে আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের সেই সন্ত্রী কর্মকান্ডের চিত্র বাংলাদেশের মানুষ এখনও ভোলেনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের মাধ্যমে বিশ্বের মাঝে বাংলাদেশকে একটি রোল মডেল হিসাবে গড়ে তুলছেন, তখন সেই বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়ে সেই উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাই। অবিলম্বে প্রকাশ্যে হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment