কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. তফসির উদ্দিন খান শারিরীক অসুস্থতায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে গমন করেছেন। চলতি মাসের ১ জুন থেকে সফর সঙ্গী হিসেবে তাঁর ছেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা শাখার ‘সভাপতি’ মো. মারুফ হাসান খান অভ্র সাথে রয়েছেন।
মো. মারুফ হাসান অভ্র বিদেশে অবস্থানকাল পর্ষন্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘ভারপ্রাপ্ত সভাপতি’ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের ‘সিনিয়র সহ-সভাপতি’ মো. সারোয়ার আলম রুকন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা শাখার ‘দপ্তর সম্পাদক’ মো. আজাহারুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।