ইবি প্রতিনিধি- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুবরণকারী মীর মোঃ রাফিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (০৩ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন রাফিন। তার বাড়ি রাজবাড়ী জেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার (০৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সকালের খাবার খাওয়ার পর নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাফিনের সহপাঠীরা জানায়, রাফিন সদা হাস্যোজ্বল একটা ছেলে ছিলো। বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিল সে। হঠাৎ করেই তার মৃত্যুর সংবাদ পেলাম। এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে। সে পড়ালেখায় খুব ভালো ছিলো। সবাইকে কাঁদিয়ে সে এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, রাফিনের মৃত্যুতে লোকপ্রশাসন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment