স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে একটি ল্যাপটপ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. আবুল আসাদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ২৮ মে ল্যাপটপটি উধাও হয় বলে জানা গেছে।
এ ঘটনায় পরদিন (২৯ মে) বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) পিন্টু চন্দ্র ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। পরে এদিনই তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন।
জবাবে আইসিটি শিক্ষক পিন্টু চন্দ্র ঘোষ বলেন, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের মধ্যে ১১টি ল্যাপটপ ছিল। এরমধ্যে একটি ল্যপটপ নিখোঁজ হয়। ওই ল্যাবের তিনটি চাবি রয়েছে। তারমধ্যে একটি চাবি আমার কাছে রয়েছে। বাকি দুটো চাবি থাকে অফিস কক্ষে। কিভাবে ল্যাপটপ নিখোঁজ হলো তা আমার বোধগম্য নয়। বিষয়টি সুরাহার জন তিনি (পিন্টু চন্দ্র ঘোষ) প্রধান শিক্ষকের কাছে আবেদন করেন।
এ বিষয়ে আইসিটি শিক্ষক পিন্টু চন্দ্র ঘোষ বলেন, কিভাবে ল্যাপটপ হারানো গেল আমার জানা নেই। আমার কাছে ল্যাবের একটি চাবি থাকলেও বাকি দুটি চাবি অফিসে থাকে। তবে খুঁজে দেখা হচ্ছে। বিস্তারিত তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে নিতে বলেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মির্জা মো. আবুল আসাদ বলেন, ল্যাপটপটি কিভাবে উধাও হলো বুঝা যাচ্ছে না।তবে এখানকার কেউ ব্যবহার করার জন্য নিলো কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে।