স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে কলেজছাত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় অভিযুক্ত শাকিল মিয়াকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১ মে) বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
ভুক্তভোগী কলেজছাত্রী সোনিয়া আক্তার (১৮) উপজেলার পাগলী গ্রামের খোকন মিয়ার মেয়ে। আর অভিযুক্ত পাশের বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল মিয়া (২২)।
ওসি মো. লুৎফুল হক বলেন, যে ডিভাইস থেকে আপত্তিকর ছবিগুলো ছাড়ানো হয়েছে সেটি বের করতে শাকিলের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ড শুনানির তারিখ এখনো ধার্য হয়নি।
উল্লেখ্য- গত ২৭ মে শুক্রবার সকালে বারহাট্টা উপজেলার পাগলী গ্রাম থেকে কলেজছাত্রী সোনিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রেমের সম্পর্কের মনোমালিন্যর কারণে কলেজছাত্রী সোনিয়ার আপত্তিকর ছবি ফসেবুকে ছড়িয়ে দেয় শাকিল মিয়া। এতে লোকজজ্জার ভয়ে আত্মহত্যা করেন সোনিয়া। এ ঘটনায় পরদিন শাকিলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন সোনিয়ার বাবা।