স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পৌরশহরে সাতপাই এলাকায় রেল কলোনীর পেছনে ধলাই নদী থেকে চার বছর বয়সি ইউসুফ নামে এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ইউসুফ রেল কলোনী এলাকার রং মিস্ত্রী আনারুল ইসলামের ছেলে। বুধবার বিকেল ৫টার দিকে ওই নদী থেকে শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক প্রতিবেশি।
জানা যায়, বেলা ১২টার থেকে ইউসুফ খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। শিশুটির মা-বাবা, পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজন সকলে অনেক খোঁজাখুজি করে সন্ধান করতে পারেননি। অবশেষে বিকেল ৫টার দিকে মৃতের এক প্রতিবেশি রেল কলোনীর পেছনে ধলাই নদীতে শিশুটির লাশ ভাসতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে স্থানীয়দের সহায়তা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ দিকে মৃতের লাশ দাফনের আগ মুহুর্তের সকল প্রস্তুতি সম্পন্ন শেষ করে পরিবারের লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
নেত্রকোনার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা জানান, বিষয়টি অবগত হবার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন প্রাপ্তির পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।