পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরশুরাম উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের নব র্নিবাচিত সভাপতি আবদুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল সোমবার (৩০ মে) সন্ধ্যায় আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক জিএম সোহেল, কলেজ ছাত্র লীগের সভাপতি ইলিয়াস হোসেন চৌধুরী শাহিন, সহ-সভাপতি আশীষ চক্রবর্তীসহ ছাত্র লীগের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ছাত্র লীগ নেতাকর্মীদের মিষ্টিমুখ করান এবং পরিছন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার পরামর্শ দিয়েছেন।
গত ২৪ মে মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পরশুরাম উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আবদুল আহাদ চৌধুরীকে সভাপতি ও রকিবুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু। কমিটি গঠনের পরপরই নেতাদের শুভেচ্ছা জানানো শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন কমিটি পেয়ে ধন্যবাদ জানান জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতাদের।
সভাপতি আবদুল আহাদ চৌধুরী সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি, মির্জানগর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক কমিটি সদস্য ছিলেন।
সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পরশুরাম পাইলট স্কুল ছাত্র লীগের সাবেক সভাপতি, কলেজ ছাত্র লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ, ছাত্রলীগ সূত্র জানায় সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি হয়েছিল ২০১৬ সালের ৩০ জুলাই। তখন জমির উদ্দিন ভাবনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।