শেখ জহিরুল ইসলাম, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করার দায়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটের সময় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নান্দাইলে পপুলার প্যাথলজি এন্ড হেলথ সেন্টার, নিরাময় হেলথ সেন্টার এন্ড ডায়াবেটিস সেন্টার, মন্ডল মেডিসিন সেন্টার কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পপুলার প্যাথলজি এন্ড হেলথ সেন্টার, নিরাময় হেলথ সেন্টার এন্ড ডায়াবেটিস সেন্টার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও মন্ডল মেডিসিন সেন্টার কে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। ওই হেলথ সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিসিন সেন্টার গুলোর প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি পপুলার প্যাথলজি এন্ড হেলথ সেন্টার, নিরাময় হেলথ সেন্টার এন্ড ডায়াবেটিস সেন্টার নিবন্ধন করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অপর দিকে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং ডায়সগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল মনসুর বন্ধ থাকা ডায়াগনস্টি সেন্টার ও হেলথ সেন্টার গুলোকে সীলগালা করে চলে আসেন। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ বলেন আমি সকল হেলথ সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপকদের বলেছি নান্দাইলে অনিবন্ধিত সব হেলথ সেন্টার , ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। যদি তারা আবারও সরকারের নির্দেশনা না মেনে পুনরায় কার্যক্রম পরিচালনা করে। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হবে ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ সেন্টার-গুলো।