পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় ফেনীর পরশুরামেও বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্যবিভাগের অভিযানে রবিবার (৩০ মে) পরিদর্শন শেষে ১টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় সোমবার পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল খালেক নেতৃত্বে নিবন্ধীত ও অনিবন্ধীত ক্লিনিক ডায়াগস্টিক সেন্টার নির্ধারণের লক্ষ্যে পরশুরামের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিবন্ধন না থাকার অভিযোগে পরশুরাম হাসপাতাল রোডে অবস্থিত “পরশুরাম স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক” এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ইয়াসিন মো: আলাউদ্দিন ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজেজ কন্ট্রোল) ডা. মো: রবিউল হাসান শামীম।