মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে।
সোমবার (৩০ মে) বিকালে সদরের কেওড়াবুনিয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আহত ছাত্রলীগ নেতা জিহাদ হাওলাদার গৌরিচন্না ইউনিয়নের পূর্ব ধূপতি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত আল আমিন কেওড়াবুনিয়া ইউনিয়নের হানিফ মিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে কেওড়াবুনিয়া স্কুল মাঠে আল আমিন ও জিহাদের মধ্যে সিনিয়র- জুনিয়র দাবি করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদের পিঠে ছুরিকাঘাত করে আল আমিন। এ সময় জিহাদের এক বন্ধু বাঁধা দিলে তাকেও জখম করে আল আমিন। পরে জিহাদের বন্ধুরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জিহাদের বন্ধু মো. তুহিন বলেন, জিহাদ সহ আমরা ৩-৪ জন স্কুল মাঠে বিকালে ফুটবল খেলতে আসি। হঠাৎ আল আমিন এসে জিহাদকে ডেকে পাশে নিয়ে যায়। এ সময় সিনিয়র জুনিয়র দাবি করা নিয়ে কথা কাটাকাটি হলে সঙ্গে থাকা ধারালো ছুঁরি দিয়ে জিহাদকে আঘাত করে আল আমিন। বাঁধা দিতে গেলে আমাকেও জখম করে।
গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। জিহাদের পিঠে গুরুতর জখম হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত আল আমিন চিহ্নিত মাদকসেবি। দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।