পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবা ৩০ মে ছাগলনাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
ছাগলনাইয়ার মেইন রোডে অবস্থিত মানারাত হাসপাতালের ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পলে মূল্য লিখে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় তবে হাসপাতালের সার্বিক পরিবেশ মানসম্মত পাওয়া যায়। সিটি ডিজিটাল ল্যাব ও বায়োনিক রিসার্চ ল্যাব পরিদর্শন করা হয় এবং সবই ঠিক পাওয়া যায়।
এছাড়াও অভিযোগের ভিত্তিতে জিরো পয়েন্ট এ অবস্থিত মৌবন হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় জরিমানা করা হয় ২৫ হাজার টাকা।
চমক রেস্টুরেন্টকে গরুর মাংসের দাম বেশি বিক্রির অভিযোগের ভিত্তিতে ৮ হাজার টাকা জরিমানা করা হয় যার ২৫% হিসাবে অভিযোগ কারী পাবেন ২ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মো: ইমাম হোসেন, মেডিকেল অফিসার, ইসহাক মজুমদার, সভাপতি ক্যাব ছাগলনাইয়া এবং ছাগলনাইয়া থানার পুলিশের একটি চৌকস টিম।