মো.মাসুম বিল্লাহ, ভালুকা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
রোববার (২৯ মে) বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়।
বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক বিষয়ক সম্পাদক সুমিত চক্রবর্তী নিপুণ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল।
এছাড়া, ছাত্রলীগের সহ-সভাপতি আল ইমরান ও আসাদুজ্জামান, ছাত্র নেতা সোহাগ, জামান, পারভেজ প্রমুখ। সঞালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার।